ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

রূপগঞ্জে জাহাজের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ আরও ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশনার সময়: ১১ জুন ২০২৩, ১৭:২৪ | আপডেট: ১১ জুন ২০২৩, ১৭:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইটার জাহাজের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন ৫ শ্রমিকের মধ্যে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৪ জন।

শনিবার (১০ জুন) রাতে ও রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ছাড়া হাসপাতালে ভর্তি ইমতিয়াজের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন- হুমায়ন কবির (৫৪), রুবেল (৩৮) ও সোহেল (৩৮)

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

জানা যায়, গত ৪ জুন শনিবার রাত ২ টার দিকে উপজেলার মুড়াপাড়া দড়িকান্দিতে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী লাইটার জাহাজ সাংহাই-৮ নামক জাহাজের ট্যাংকার বিস্ফোরণে ৮ জন শ্রমিক দগ্ধ হয়। তাদের মধ্যে মো. রুবেল, সোহেল, ইমতিয়াজ, তাইজুল ইসলাম লিমন ও হুমায়ন কবির নামে ৫ শ্রমিককে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০ টার দিকে দগ্ধ হুমায়ন কবির, রাত ১ টার দিকে রুবেল ও রোববার সকালে সোহেল মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, হুমায়নের শরীরের ৩০% শতাংশ, রুবেলের শরীরের ৪৫% ও সোহেলের শরীরের ৩৫% দগ্ধ হয়েছিল।

এ ব্যাপারে ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানান, জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণে এ পর্যন্ত ৪ জন শ্রমিক মারা গেছেন। তবে এ ঘটনায় কেউ এখনো মামলা দায়ের করেননি।

উল্লেখ্য, এর আগে এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তাইজুল ইসলাম নামের এক শ্রমিক মারা যান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ