মাদারীপুরের কালকিনিতে পাট বিক্রি শেষে বাড়ি ফেরার পথে নৌকায় হামলা চালিয়ে কৃষককে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা পাট বিক্রির তিনলাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।
সোমবার (৩০ আগস্ট) সকালে কালকিনি উপজেলার মৃধাকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে। আহত কৃষক চাঁনমিয়া ভুঁইয়া (৪৫) এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারের চর গ্রামের হাসু ভুঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, সকালে কালকিনির মিয়ারহাট বাজারে পাটবিক্রি শেষে স্ত্রী ও ছেলেকে নৌকায় নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষক চাঁনমিয়া ভুঁইয়া। আড়িয়াল খাঁ নদের মৃধাকান্দি এলাকায় আসলে ২০ থেকে ২৫জন দুর্বৃত্ত ট্রলারযোগে তাদের নৌকায় হামলা চালায়।
এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে চাঁনমিয়াকে নৌকা থেকে ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তদের ট্রলারের উঠিয়ে এলোপাতারি কোপায়। একপর্যায়ে নতুন চর দৌলতখান এলাকার একটি বাগানে চাঁনমিয়াকে ফেলে রেখে তার সাথে থাকা পাটবিক্রির অন্তত তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা বলে অভিযোগ পরিবারের।
পরে পরিবারের লোকজন ওই কৃষককে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনার তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে হামলার কারণ ও অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ