ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাঁশঝাড়ে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশনার সময়: ৩০ আগস্ট ২০২১, ১৮:০৮

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে আজ সোমবার দুপুরে কিতাব আলী (৭০) নামে এক কৃষক মারা গেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাইকুড়া গ্রামের কৃষক কিতাব আলী গরুর জন্য বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশের পাতা কাঁটতে যান। বাঁশঝাড়ের উপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার কাঁচা বাঁশের ওপর ঝুলে পড়ায় পাতা কাঁটার সময় কিতাব আলী বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ