কুষ্টিয়ার মিরপুর ও খোকসায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকালে মিরপুরের নওদাপাড়া ব্রিজের কাছে এবং বৃহস্পতিবার রাত ৯ টার দিকে খোকসা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাবিবা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত হাবিবা মিরপুরের আমলা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের চা বিক্রেতা হাসান আলীর মেয়ে। এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, বৃহস্পতিবার (০৮ জুন) রাত ৯ টার দিকে খোকসা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া কাভারভ্যান ও বিপরীত পাশ থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সম্রাট শেখ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত সম্রাট শেখ খোকসা উপজেলা পাতেল ডাঙ্গী গ্রামের মনজেল শেখের ছেলে।
একই ঘটনায় আহত আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তারা হলেন- কাজেম শেখ, রকি (২০), রাফি (১৮)।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নয়া শতাব্দী/এসআর/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ