ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, পানির চরম সংকট

প্রকাশনার সময়: ০৮ জুন ২০২৩, ১৩:৫৭

ভোলার তজুমদ্দিনে সরকারি নলকূপগুলো নষ্ট হয়ে যাওয়ায় পানির চরম সংকট দেখা দিয়েছে। জনবল সংকটের অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

খোঁজ নিয়ে জানা গেছে, তজুমদ্দিন উপজেলায় জনগণের চাহিদা অনুযায়ী প্রতি বছর ১৩০টি করে গভীর নলকূপ স্থাপন প্রকল্প চলমান রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাগজ-কলমের হিসাব অনুযায়ী ৪২০টি গভীর নলকূপ সচল থাকার সংখ্যা দেখা গেলেও নেই অকেজো নলকূপের হিসাব।

বুধবার (৭ জুন) সকালে উপজেলা সদরের শশীগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, বাজার ব্যবসায়ীদের পানির চাহিদা মেটাতে বসানো গভীর নলকূপগুলোতে ব্যক্তিগতভাবে মোটর সংযোগ দিয়ে লাইন নিয়েছেন প্রভাবশালীরা। যে কারণে চাহিদা অনুযায়ী পানি নিতে সমস্যা হয় ব্যবসায়ীদের। অতি দ্রুত নষ্টও হয়ে যায় নলকূপ।

কয়েকজন ব্যবসায়ী জানান, বাজারে উন্মুক্ত ৪টি নলকূপের মধ্যে ২টি নলকূপ দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে রয়েছে। এর মধ্যে মেরামত না করায় বাতিল হয়ে গেছে বেশ কয়েকটি গভীর নলকূপ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নেই কোনো তদারকি।

এদিকে অফিস চলাকালীন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের না পাওয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন ভুক্তভোগী।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জাফর মো. সাইদুর রহমানের কাছে জানতে চাইলে বলেন, জনবল সংকট রয়েছে। উপজেলায় কর্মরত আছেন মাত্র দুইজন মেকানিক। অনেকে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে মোটর সংযোগ দিয়েছে। যা সরকারি নীতিমালা পরিপন্থি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ