ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

প্রকাশনার সময়: ০৮ জুন ২০২৩, ০৯:৫৬

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে গোলাম কাদের (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের পাহাড়ি জনপদ সাপেরগাড়ার রাজারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে ঘরে ফিরছিলেন ওই বৃদ্ধ।

নিহত গোলাম কাদেরের বাড়ি উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায়।

স্থানীয়রা জানান, গোলাম কাদের রাজারখোলা জামে মসজিদে সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে ঘরে ফেরার পথে একটি বন্যহাতি তাকে আক্রমণ করে। পা দিয়ে মাথা ও ডান হাত পিষ্ট করে। এতে বৃদ্ধের মাথার মগজ ও চোখ বের হয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এম জাফর আহমদ বলেন, দুটি বন্যহাতি আজ (বুধবার) বিকেল থেকে রাজারখোলার পাহাড়ের ঢালে অবস্থান করছিল। স্থানীয় লোকজনও সতর্ক ছিলেন। গোলাম কাদের মসজিদ থেকে ফেরার পথে পানের বরজের সামনে আক্রমণ করলে ঘটনাস্থলে মারা যান তিনি।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে গোলাম কাদেরের মাথার মগজ, দুচোখ ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিবারের কারও অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ