ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা ইয়াহইয়া

প্রকাশনার সময়: ০৩ জুন ২০২৩, ২১:৫৮ | আপডেট: ০৩ জুন ২০২৩, ২২:০৩

চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়ার দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ জুন) মাগরিবের পর জানাজা শেষে মাদরাসার কবরস্থানে আল্লামা শাহ আহমদ শফীর পাশেই তাকে সমাহিত করা হয়।

তার জানাজায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। আল্লামা ইয়াহইয়ার জানাজার নামাজে ইমামতি করেন হেফাজত ইসলামের আমির আল্লাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এর আগে শুক্রবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার (১ জুন) অসুস্থতা বেড়ে গেলে আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়াকে হাটহাজারী মাদরাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

গত ১৬ মে আল্লামা ইয়াহইয়া উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরেন।

উল্লেখ্য, আল্লামা ইয়াহইয়া ১৯৪৭ সালের ১৫ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অন্তর্গত আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদের বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজি আব্দুল আজিজ বিন চাঁদ মিয়া বিন আসমত আলী জমিদার বিন কাজী মোহাম্মদ সালেহ। তিনি শায়খুল মাশায়েখ হজরত আল্লামা শাহ্ জমির উদ্দিন (রহ.)-এর মুরিদ ছিলেন।

নয়া শতাব্দী/এসআর/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ