ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নান্দাইলে আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তিবিষয়ক কৃষক প্রশিক্ষণ

প্রকাশনার সময়: ০১ জুন ২০২৩, ২০:০১

ময়মনসিংহের নান্দাইলে আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তিবিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ফলিত গবেষণা বিভাগ ব্রি গাজীপুরের আয়োজনে নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ফলিত গবেষণা বিভাগ, ব্রি গাজীপুর-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত গবেষণা বিভাগ, ব্রি গাজীপুর-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফরোজা জাহান, বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার খালিদ আহমেদ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি প্রমুখ।

কৃষক প্রশিক্ষণে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮ জন কৃষক-কৃষাণী এবং ১২ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

নয়া শতাব্দী/এসআর/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ