ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশনার সময়: ৩১ মে ২০২৩, ১২:২৪

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউপির কালুরহাট কাটহারি এলাকায় কাঠবোঝাই ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) সকালে উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এত আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী।

নিহত তিনজনের বাড়ি বোদা উপজেলায়। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দেবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকালে এক মোটরসাইকেলে চার আরোহী বোদা থেকে দেবীগঞ্জে যাচ্ছিলেন। দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে গুরুতর আহত দুজনকে দেবীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ