মেহেরপুর সদর উপজেলার খোকসা উপজেলার মাহিন (৩০) হত্যা মামলার আসামি হাজ্জাজ বিন মানিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে আরো ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয়মাস জেল এর আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে মেহেরপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডিত হাজ্জাজ বিন মানিক আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আদেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। রায়ে অপর আসামি দণ্ডিত মানিকের মা হীরাজানকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে খোকসা গ্রামে ক্রিকেট খেলছিল কিছু যুবক। তাদের সাথে ছিল শিশু মাহিন। খেলার এক পর্যায়ে মাহিনের ব্যাটে আঘাত পায় মানিক। তখন মানিক রাগান্বিত হয়ে ব্যাট কেড়ে নিয়ে মাহিনের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসার সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।
এদিকে নিহতের মামা মাহবুব হোসেন ওই সময় সদর থানায় হাজ্জাজ বিন মানিককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সদর থানা পুলিশ। অবশ্য চার্জশিটে নারাজী দিয়ে বাদীর পক্ষ থেকে দাবি করা হয় এ হত্যাকাণ্ডের সাথে মানিকের মা হীরাজান জড়িত। বাদীর দাবির প্রেক্ষিতে পরবর্তীতে এ মামলায় হীরাজানকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে হীরাজানকে বেকসুর খালাস দেওয়া হয়।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ