ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক ছেড়ে বসতঘরে কাভার্ডভ্যান, প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

প্রকাশনার সময়: ৩০ মে ২০২৩, ১১:৩১
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে বসতবাড়িতে উঠে ঘুমন্ত মা ও মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাবাও।

সোমবার (২৯ মে) রাত ২টার দিকে উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও তার মেয়ে রাধিকা রানী দাস (১২)। গনেশ চন্দ্র রবি দাসও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়া আসা একটি কাভার্ডভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাভার্ডভ্যানটি ধনবাড়ী উপজেলার নল্লা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই রবি দাসের বাড়িতে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। আহত হয় রবি দাস। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রবি দাসকে ঘর থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ওসি এম জসীম উদ্দিন বলেন, কাভার্ডভ্যানটি উদ্ধার করা হলেও চালক পলাতক রয়েছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ