ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রামেকে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

করোনায় চেয়ে উপসর্গে মৃত্যু বেশি
প্রকাশনার সময়: ২৯ আগস্ট ২০২১, ০৯:৪১ | আপডেট: ২৯ আগস্ট ২০২১, ০৯:৪৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে আরো ৪ জন মারা গেছেন। এছাড়া কোভিড-১৯ পরবর্তী জটিলতায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন ২৪ ঘণ্টায় ৮ জন জনের প্রাণহানি ঘটেছিল রামেকে।

এরমধ্যে করোনা শনাক্তের পর ১ জন এবং উপসর্গে ৭ জন মারা যান। ফলে মৃত্যুর পরিসংখ্যানে করোনা আক্রান্তের চেয়ে উপসর্গে মৃত্যুর পরিমাণ বেশি লক্ষ্য করা গেছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান। তিনি জানান, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৪ জন বাসিন্দা, চাঁপাইনবাগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে বাসিন্দার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৭৬ জন। আগেরদিন রামেকে মাত্র ৯ নতুন রোগী ভর্তি হয়েছিলেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ