ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলছাত্রের

প্রকাশনার সময়: ২৭ মে ২০২৩, ২৩:১৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় অমিত হাসান মারুফ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরগঞ্জ-নান্দাইল সীমান্তবর্তী গালাহার মোড় বাজারে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত অমিত হাসান মারুফ উপজেলার মগঢুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। এবং মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মারুফ মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহগামী মাইজবাগ বাজারের দিকে আসছিল। ঈশ্বরগঞ্জ-নান্দাইল সীমান্তবর্তী গালাহার পর্যন্ত আসতেই কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়।

নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সমন্বয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নয়া শতাব্দী/এসআর/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ