বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

অনুপ্রবেশকালে শিশুসহ ১৮ রোহিঙ্গা উদ্ধার, ৫ দালাল আটক

প্রকাশনার সময়: ২৭ মে ২০২৩, ১১:৪৯

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৮ রোহিঙ্গাসহ ৫ দালালকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।

শুক্রবার (২৬ মে) রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক দালালরা হলেন, টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া এলাকার সেলিমের ছেলে জাহিদ (৩০), একই এলাকার মো. হাশেমের ছেলে জামাল (৩৮), আমিন শরীফের স্ত্রী হাজেরা (৫০), টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার আলীর জোহারের ছেলে ইউনুছ (২৪), মো. শাহ ছেলে দ্বীন ইসলাম (৩৫)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশ করে টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়ায় একটি বাড়িতে কিছু লোকজন জড়ো হওয়ার খবরে তিনিসহ পুলিশের একটি দল ওই এলাকায় আমিন শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৮ জন মিয়ানমারের নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। এ ঘটনায় ৫ জন বাংলাদেশি দালালকে আটক করা হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ