নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে রাজিব ভূঁইয়ার (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুর ৩টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাজিব স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৩টার দিকে মধুমতি নদীতে সাথে গোসল করতে যায় রাজিব ও তার বন্ধুরা। এক পর্যায়ে নদী সাঁতরে ওই পাড়ে যাওয়ার সময় নদীতে ডুবে নিখোঁজ হয় রাজিব। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন রাজিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ তাদের সাথে উদ্ধার কাজে সহযোগিতা করছে।
নয়া শতাব্দী/এসআর/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ