ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

প্রকাশনার সময়: ২২ মে ২০২৩, ১৮:৫১
ছবি: প্রতীকী

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতের ছেড়া তার বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (২২ মে) সকাল সাড়ে ৮টা নাগাদ উপজেলার ভায়াবহ গ্রামে।

নিহতের নাম মোর্শেদ আলম (৩৯)। ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে বৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে নিহত মোর্শেদ আলমের বাড়ির পিডিবির বিদ্যুতের সংযোগ লাইনের তাঁর ছিড়ে পড়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মোর্শেদ নিজে ছেড়া তার সংযোগ দিতে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ