ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সিলেট-চট্টগ্রাম রুটের দুই ট্রেনের যাত্রা বাতিল

প্রকাশনার সময়: ২১ মে ২০২৩, ১৬:৩৩

সিলেট থেকে চট্টগ্রাম রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২১ মে) সকাল ৯টা থেকে লাইনচ্যুত হ‌ওয়া উদয়ন এক্সপ্রেসের ক্ষতিগ্ৰস্থ বগিগুলোর উদ্ধার কাজ শুরু হয়। এতে সমশেরনগর রেলওয়ে স্টেশনে আটকা পরে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। পরে দুপুর ২টায় বগিগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে যায় রিলিফ ট্রেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, ভালো বগিগুলোকে নিয়ে যাওয়া হবে সিলেট রেলওয়ে স্টেশনে।‌ সেখান থেকে এটি চট্রগ্ৰামের উদ্দেশ্য ছেড়ে যাবে।

এদিকে রোববার (২০ মে) সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট থেকে ছাড়ার কথা ছিল পাহাড়িকা এক্সপ্রেস এবং আজ রাত ৯ টায় চট্রগ্ৰাম থেকে সিলেটে আসার কথা ছিল উদয়ন এক্সপ্রেস। কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে সিলেটে থেকে আজ রোববারের ৭২০ পাহাড়িকা এক্সপ্রেস ও ৭২৩ উদয়ন এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। তাই আজ সিলেট ও চট্টগ্রাম রুটের কোন ট্রেন চলাচল করবে না।

কুলাউড়া রেলওয়ে স্টেশনে মাস্টার রুমান আহমদ বলেন, ‘আজ সকালে ক্ষতিগ্ৰস্থ বগিগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গলে নেয়া হয়েছে। সেখান থেকে ভালোগুলোকে সিলেটে পাঠানো হবে। আর ক্ষতিগ্ৰস্থগুলোকে পাঠানো হবে আখাওড়ায়। যে সকল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলোর টিকেটের মূল্য ফেরত দেয়া হবে। অথবা সিলেট থেকে আজ বিলম্বে ছেড়ে যাওয়া পাহাড়িকায় যাত্রা করতে পারবেন যাত্রীরা।’

জানা গেছে, শনিবার (২০ মে) রেল লাইনের পাশে লাইনচ্যুত ৩টা বগি রেখে রাত ৮টার দিকে প্রায় ১৫ ঘন্টার পর সারা দেশের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রোববার ভোর ৫টা থেকে রেলওয়ের ৩টা বগি উদ্ধারের কাজ করে কুলাউড়া ও আখাউড়া ষ্টেশন থেকে আসা ২টি রিলিফ ট্রেন। দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস টেনটি দুর্ঘটনা কবলিত জায়গা অতিক্রম করে। এর পরপরই ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসটি লাউয়াছড়ার দুর্ঘটনা কবলিত জায়গা অতিক্রম করে সিলেটের পথে যাত্রা করে। আর সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন দুপুর ১টা পর্যন্ত শমশেরনগর স্টেশনে অবস্থান করে গন্তব্যের দিকে ছেড়ে যায়।

উল্লেখ্য, গত শনিবার ভোর ৫ টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলি এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছের সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস (৭২৩) ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ১৫ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। এই ঘটনার কারণে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। আজ রোববার আবার নতুন সিলেট চট্রগ্রাম রুটের দুইটি ট্রেনের যাত্রা বাতিল করা হলো।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ