ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

পদ্মার এক রুই ২১ হাজারে বিক্রি

প্রকাশনার সময়: ২০ মে ২০২৩, ১৭:১৫

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে ৯ কেজি ওজনের একটি রুই মাছ প্রায় ২১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২০ মে) ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া মৎস্য আড়তদার নাটো মোল্লা জানান, দৌলতদিয়া ইউনিয়নের জেলে কৃষ্ণ হালদার মাছটি সকালে বিক্রির জন্য আমার মৎস্য আড়তে নিয়ে আসলে ৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. সোহেল মোল্লা উন্মুক্ত নিলামে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৯৫০ টাকায় মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ফেরি ঘাটের সুমাইয়া মৎস্য আড়তের মৎস ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৯৫০ টাকায় ক্রয় করি। পরে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট ২২০০ টাকা কেজি দরে ২০ হাজার ৯০০ টাকায় বিক্রি করে দিই। মাছটি বিক্রি করে আমার প্রায় ১ হাজার টাকার মতো লাভ হয়েছে।

নয়া শতাব্দী/এসআর/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ