ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে যুবক আটক

প্রকাশনার সময়: ১৯ মে ২০২৩, ২১:৫১

বান্দরবানে সশস্ত্র সংঘটন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে সম্পৃক্ততার সন্দেহে লোঙা খুমি (৪০) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৯ মে) সকালে তাকে রুমা থানায় হস্তান্তর করা হয়।

আটক লোঙা খুমি বান্দরবানের রুমা থানার ঙাচা খুমীর ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার বান্দরবানের রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় বহুল আলোচিত সশস্ত্র সংঘটন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে সম্পৃক্ততার অভিযোগে লোঙা খুমিকে আটক করা হয়েছে।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় সেনাবাহিনীর সদস্যরা লোঙা খুমিকে রুমা থানায় সোপর্দ করেছে। কেএনএফের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের মাধ্যমে বান্দরবানে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।

নয়া শতাব্দী/এসআর/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ