ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্থদের মাঝে নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

প্রকাশনার সময়: ১৮ মে ২০২৩, ২৩:৫১

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নির্মাণ সামগ্রী (ঢেউটিন) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সেন্টমার্টিন দ্বীপে প্রথম দিনে ১৫ পরিবারের মাঝে ২ বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার নগদ টাকা সহায়তা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়। আগামীকাল শুক্রবার বাকি ১৮৫ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হবে।

উপজেলা সহকারী কমিশনার কমিশনার (ভূমি) মো. ইরফানুল হক চৌধুরী সেন্টমার্টিনের ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা’র আঘাতে আমার ইউনিয়নের প্রায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তীতে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে ঢেউটিন ও নগদ সহায়তা হিসেবে প্রতি পরিবারের ৬ হাজার টাকা প্রদান করা হচ্ছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফানুল হক চৌধুরী বলেন, ‘গত দুইদিন থেকে সরকারের ত্রাণ সামগ্রী নিয়ে আমি সেন্টমার্টিনে অবস্থান করছি। বৃহস্পতিবার থেকে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে ২ বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সেন্টমার্টিনে ২০০ পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্থ উপজেলায় ৭ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সেন্টমার্টিন বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত এলাকায় এ সহায়তা পৌঁছানো হবে।’

নয়াশতাব্দী/এসআর/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ