জয়পুরহাটের আক্কেলপুরে ধান বোঝাই ট্রাক্টর উল্টে আলম হোসেন (৪৫) নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪টায় উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের নলডাঙ্গা খাগড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ৪টায় পাশের ক্ষেতলাল উপজেলার আমিড়া মাঠ থেকে নয় জনের একদল শ্রমিক ধান কেটে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের নলডাঙ্গা খাগড়াপাড়া গ্রামের ধানের মাালিক কাজেম আলীর বাড়িতে আসার পথে ওই গ্রামের প্রবেশ মুখে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা অন্যরা লাফিয়ে প্রাণে বাঁচলেও শ্রমিক আলম হোসেন ধানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পরে স্থানীয়রা ধান সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনার পর থেকে ট্রাক্টর চালক ও মালিক পলাতক রয়েছে। ট্রাক্টর চালক অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
ট্রাক্টরে থাকা শ্রমিক মিঠু হোসেন বলেন, ‘জমি থেকে ধান কেটে গাড়িতে ধানসহ আমরা সাত জন আসছিলাম। শুরু থেকেই চালক বেপরোয়া ভাবে চালাচ্ছিল। নিষেধ করার পরেও সে শোনেনি। অতিরিক্ত গতি নিয়ে মোড় ঘুরতে গিয়ে ট্রাক্টর উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আমরা খবর পেয়েছি’।
নয়াশতাব্দী/এসআর/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ