ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

৫১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

প্রকাশনার সময়: ১৫ মে ২০২৩, ১১:৪০ | আপডেট: ১৫ মে ২০২৩, ১২:০২

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় ৫১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়ার আশঙ্কায় নৌ-দুঘর্টনা এড়াতে গত শনিবার (১৩ মে) সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ।

লঞ্চ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ-এর আরিচা অঞ্চলের বন্দর কর্মকতা এসএম সাজ্জাদুর রহমান নয়া শতাব্দীকে বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘূর্ণিঝড় মোখার কোনো প্রভাব পড়েনি। নৌপথ পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে লঞ্চ সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।’

এদিকে দৌলতদিয়া ঘাটে কমর্রত বিআইডাব্লউটিএ-এর ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, ‘নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা সাড়ে ৫১ ঘণ্টা লঞ্চ সার্ভিস বন্ধ ছিল। এ সময় লঞ্চপার হতে ঘাটে আসা সাধারণ যাত্রীরা বিভিন্ন ফেরিতে করে তারা নৌপথ পারাপার হন।’

তিনি বলেন, ‘আজ সকালে দৌলতদিয়া ঘাট হতে লঞ্চ ‘এম এল মিজানুর’ যাত্রী নিয়ে রওয়ানা দেন। অপরদিকে একই সময়ে পাটুরিয়া ঘাট হতে ‘এমভি খন্দকার’ যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসে। বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপারে ১৬টি লঞ্চ সাবর্ক্ষণিক চলাচল করছে।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ