খুলনায় দশম শ্রেণির ছাত্র আবু সালেহ অপু হত্যা মামলায় দুই আসামিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চার আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
সোমবার (৮ মে) বিকেলে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস সালাম এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
কারাদণ্ড ব্যক্তিরা হলেন- শহিদুল ইসলাম ও উজ্জ্বল হোসেন। রায় ঘোষণার পর আসামিদেরকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, ২০০৪ সালের ১৫ অক্টোবর নগরীর খালিশপুর পিপলস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবু সালেহ অপুকে হত্যা করে নগরীর মুজগুন্নি এলাকার একটি ধানখেতে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ মজনু খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নয়াশতাব্দী/এসআর/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ