ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কাউখালীতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশনার সময়: ০৭ মে ২০২৩, ১৭:৫৬

পিরোজপুরের কাউখালীতে ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ কলেজ ছাত্র নিহত হয়েছে। রোববার (৭ মে) কাউখালীর জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মো. মাইনুল হোসেন (১৮)। তিনি অটোচালক আনোয়ার হোসেনের বড় ছেলে। জয়কুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

জানা যায়, মাইনুল মোটরসাইকেল নিয়ে ভাড়ায় লোক টানার জন্য বাড়ি থেকে বের হন। কাউখালী নৈকাঠী আঞ্চলিক মহাসড়কের জয়কুল স্টিল ব্রিজে ওপর উঠার সময় মোটরসাইকেল ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর জখম হলে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিহতের লাশ বরিশাল মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে আছে। প্রক্রিয়া শেষে বাড়িতে আনা হবে।’

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। শুনেছি লাশ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ