ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০৫ মে ২০২৩, ১৮:১১

মুন্সীগঞ্জের গজারিয়া উপ‌জেলার হোসেন্দী ইউ‌নিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগ‌লিত অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে নৌপু‌লিশ।

শুক্রবার (৫ মে) বিকেল ৩টার দিকে হোসেন্দী ইউ‌নিয়নের ইসমানিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ৫/৭ দিন আগে যুবকের মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। নদীতে পড়ে যুবকটি মৃত্যু হয়েছে, না কেহ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনা নদীর কিনারে অর্ধগ‌লিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাস‌তে দে‌খে স্থানীয়রা পু‌লি‌শকে খবর দেয়। পু‌লিশ সেখান থে‌কে মরদেহ উদ্ধার করে। যুবকের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রস্তুত করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নয়াশতাব্দী/এসআর/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ