ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজশাহী বিভাগে ৩ জনের মৃত্যু 

প্রকাশনার সময়: ২৭ আগস্ট ২০২১, ১৭:২৯

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত করোনায় সংক্রমিত আরও তিনজন মারা গেছেন। আগের দিনও বিভাগে তিনজনের মৃত্যু হয়েছিল। এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। নতুন ৩ জন নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৭ জনে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ। এ নিয়ে নিয়ে বিভাগে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন শনাক্ত ২০৬ জনের মধ্যে সর্বোচ্চ ৫৩ জন রাজশাহীর। এ ছাড়া নাটোরে ৪৭ জন, পাবনায় ৩৬ জন, সিরাজগঞ্জে ২৪ জন, বগুড়ায় ২১ জন, জয়পুরহাটে ১১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৭ ও নওগাঁয় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে করোনায় মৃতদের মধ্যে দুজন বগুড়ার ও অপরজন নওগাঁ জেলার বাসিন্দা।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ