ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

সকালে দাফন, রাতে তুলে ফেলা হল কিশোরীর লাশ

প্রকাশনার সময়: ২৭ আগস্ট ২০২১, ১৬:২৩

সাতক্ষীরার শ্যামনগরে কবর থেকে মৃত শিশুর লাশ রাতের আঁধারে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে মারা যায় তানজিমা পারভীন (১৩) নামের ক্যান্সার আক্রান্ত এক শিশু। ওইদিন বেলা ১১টায় তাকে দাফন করা হয়। শুক্রবার (২৭ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা দেখতে পান রাতের আঁধারে কে বা কারা তানজিমার মরদেহ কবর থেকে তুলে সেখানেই ফেলে রেখে গেছেন।

মৃত শিশুর পরিবারের সদস্যরা জানান, গত ২৬ আগস্ট শ্যামনগর কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের খোরশেদ সরদারের মেয়ে তানজিমা পারভীন (১৩) মৃত্যুবরণ করে। তানজিমা অনেক দিন যাবত ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল।

মৃত্যুর পর স্থানীয়ভাবে তার লাশ দাফন করা হয়। বৃহস্পতিবার রাতে কে বা কারা তানজিমার লাশ কবর থেকে তুলে ফেলে এবং উপরে উঠিয়ে রেখে যায়। বিষয়টা স্থানীয় লোকজন দেখতে পেয়ে কৌতুহল শুরু হয়।

এবিষয়ে শ্যামনগর থানা তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা জানতে পেরে এসআই খবিরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) খবীর জানান, কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ