ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

গাজীপুর সিটি নির্বাচন আওয়ামী লীগের অগ্নি পরীক্ষা: মায়া চৌধুরী

প্রকাশনার সময়: ০৩ মে ২০২৩, ২১:৫৬

গাজীপুর সিটি নির্বাচন আওয়ামী লীগের অগ্নি পরীক্ষা বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আজমত উল্লা খানের নির্বাচনী পরিচালনা পরিষদের টিম লিডার আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের সঙ্গে থাকে তারা হিরো, নৌকা ছেড়ে দিলেই জিরো। আমাদের ধৈর্য্য সাহস নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এখানে নৌকা ছাড়া কোন ব্যক্তির নাম থাকতে পারবে না। যেখানে যাবেন সেখানেই নৌকা ও নৌকার প্রার্থীর নাম আগে তিনবার করে বলবেন।’

বুধবার (৩ মে) শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে টঙ্গীর নতুন বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক নৌকার প্রার্থী এডভোকেট আজমত উল্লা খানের পক্ষে করণীয় নানা বিষয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন মায়া চৌধুরী।

মায়া চৌধুরী বলেন, ‘আমরা কারো পোষ্টারে হাত দিতে বলি না। নৌকার বিজয় নিশ্চিত করতে বলি। শুধু নেতাকর্মীদের নিয়ে মিছিল মিটিং নয়, ভোটারদের কাছাকাছি যেতে হবে।’

বিএনপির নাম উল্লেখ না করে মায়া চৌধুরী বলেন, ‘শুনেছি আমাদের নির্বাচন করতে দেবেন না, আপনারা নির্বাচনে না এলে আমাদের কিছু বলার নেই। তাই বলে আগুন সন্ত্রাস করবেন, সেটা আমরা মেনে নেবো না। জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন একটি মহাগুরুত্বপূর্ণ নির্বাচন।’

নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগের কোন নেতাকর্মী যেন নিষ্ক্রিয় না থাকে এমন নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আগামী ৭ মে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির মৃত্যুবার্ষিকীর পর আগামী ২৫ মে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মত বিনিময় সভায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উল হোসেন সাচ্চু সভাপতিত্ব করেন।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জজ এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ