ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পথশিশু ও অসহায়দের খাবার খাওয়ান স্নিগ্ধা

প্রকাশনার সময়: ৩০ এপ্রিল ২০২৩, ১৩:৩২

শুক্রবার এলেই দুপুরের খাবারের জন্য অপেক্ষায় থাকে পথশিশু ও অসহায় মানুষেরা। তারা জানে, আজ তাদের জন্য ভালো খাবার নিয়ে ‘আপা’রা আসবেন। তাই তাদের আনন্দের বাঁধ মানে না। খাবার পেয়ে তাদের খুশিরা মনের আনন্দে উড়ে বেড়ায় সুখের বর্ণিল পৃথিবীতে।

এই পথশিশু ও অসহায়দের খাবার দেন ভৈরবের সামাজিক সংগঠন সিস্টারহুড। সিস্টারহুডের মূল উদ্যোক্তা হালিমা তুজ স্নিগ্ধা। পড়েন বিশ্ববিদ্যালয়ে। সাদিয়া অনামিকা, আকলিমা আঁখি, জান্নাত জাহান আরোহীসহ বেশ কয়েকজন তরুণী যুক্ত আছেন তার সঙ্গে।

প্রতি শুক্রবার দুপুরে ভৈরব শহরের রেলওয়ে স্টেশন, ভৈরব বাজার ও মেঘনা নদীর পাড়ের শতাধিক পথশিশু ও বৃদ্ধাদের মাঝে নিয়মিত খাবার বিতরণ করেন তারা।

সিস্টারহুডের প্রতিষ্ঠাতা হালিমা তুজ স্নিগ্ধা বলেন, চলার পথে যখন পথশিশু ও বৃদ্ধ মানুষের অসহায় অবস্থা দেখতাম, তখন খুব কষ্ট লাগত। তাদের মুখে হাসি দেখতে সংগঠনের সদস্যদের সহযোগিতায় সপ্তাহের শুক্রবার দুপুরে ১০০জন পথশিশু ও বৃদ্ধদেরকে একবেলা খাবার পরিবেশ করি। ওই খাবারগুলো আমরা নিজেরা রান্না করে অসহায় মানুষদের মাঝে বিতরণ করে অনেক আত্মতৃপ্তি পাই। প্রায় ১ বছর ধরে আমরা এ কাজটি নিয়মিত করে যাচ্ছি। তাছাড়া বিভিন্ন অসহায় মানুষকেও সাধ্যমতো আর্থিক সহযোগিতা করে যাচ্ছি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ