ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রকাশনার সময়: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৪৪

বায়ুদূষণে দীর্ঘদিন ধরে আক্রান্ত রাজধানী ঢাকা। সরকার বিভিন্ন সময় নানা পরিকল্পনা গ্রহণ করলেও পুরোপুরি রোধ করতে সক্ষম হয়নি। প্রায় সব সময় ঢাকার দূষণ এমন পর্যায়ে থাকে, যা মানুষের জন্য ক্ষতিকর। আজও রাজধানী ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’।

রোববার (৩০ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে, আজ ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৩; যা অস্বাস্থ্যকর।

একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ১৬২ অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’।

দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। শহরটির স্কোর হচ্ছে ১৫৯ অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ