শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নলছিটিতে এনটিআরসিএ কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এনটিআরসির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন। এসব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় সম্ভব হয়েছে। শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পুঁথিগত বিদ্যাই সবকিছু নয়, দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ