ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে: আমু

প্রকাশনার সময়: ২৯ এপ্রিল ২০২৩, ১৬:৪১
ছবি - সংগৃহীত

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নলছিটিতে এনটিআরসিএ কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এনটিআরসির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন। এসব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় সম্ভব হয়েছে। শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পুঁথিগত বিদ্যাই সবকিছু নয়, দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির , নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার, নতুন নিয়োগপ্রাপ্ত কলেজ শিক্ষক আ. কাদের, স্কুল শিক্ষক রিয়াজ রহমান ও মুক্তা রানী প্রমুখ। পরে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধি সমাজের সঙ্গে ঈদ পুণর্মিলনী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ