ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

আজ থেকে খুলছে চিড়িয়াখানা   

প্রকাশনার সময়: ২৭ আগস্ট ২০২১, ০৪:০৭

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা খুলে দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল ২৭ আগস্ট-২০২১ তারিখ থেকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঢাকার মিরপুরস্থ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, মহামারি করোনা ভাইরাসের পরস্থিতির অবনতি হওয়ার কারণে চলতি বছরে গত গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা। এর মধ্যেও চিড়িয়াখানা খোলার ঘোষণা দেয়া হয় গত ১৯ আগস্ট থেকে। কিন্তু দর্শনার্থী ও প্রাণীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে তা খোলা হয়নি। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখে খুলে দেওয়া হয়েছিল এই বিনোদন কেন্দ্রটি।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ