টাঙ্গাইলের মধুপুরে মনির (১৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ এপ্রিল) উপজেলার গোলাবাড়ি ব্রীজের পূর্বপাশ থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মানির (১৫) জামালপুরে সরিষাবাড়ী উপজেলার রুদ্র্র বয়রা গ্রামের রফিকের ছেলে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মনির ঈদের দিন বিকাল ৩টায় অটোরিকশা নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফিরেনি। তার বড় ভাই এদিন সন্ধ্যার দিকে মোবাইলে কথা বলার পর পরবর্তীতে আর ফোন খোলা পাওয়া যায়নি। পরে আজ রোববার মধুপুর উপজেলার গোলাবাড়ি ব্রীজের পুর্বপাশে একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়।
জানতে চাইলে মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ