ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

চান্দু স্টেডিয়ামের জন্য অনশনে বসা রুমেল আর নেই

প্রকাশনার সময়: ২০ এপ্রিল ২০২৩, ১৬:৫৬

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ফিরিয়ে আনতে আমরণ অনশন করা আলোচিত হুমায়ুন আহমেদ রুমেল মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল শহরের নাটাই পারা এলাকায় নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান তিনি। রুমেল বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ছিলেন।

রুমেলের মা জানান, তার ছেলে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ ছিলেন। হঠাৎ করেই মারা গেছেন।

গত ৫ মার্চ শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিলের প্রতিবাদ এবং বগুড়া জেলার উন্নয়নের দাবিতে সাদা কাফন ও শিকল পরে আমরণ অনশনে যান রুমেল। পরে ভেন্যু ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলে অনশন ভাঙেন তিনি। এ কর্মসূচির পর থেকে তিনি দেশব্যাপী আলোচিত হন।

একটি সফল কর্মসূচির পর এবার বগুড়া বিমানবন্দর চালুর দাবিতে আবার অনশন করার প্রস্তুতি নিচ্ছিলেন রুমেল। ঈদের পরে সেই কর্মসূচিতে বসার কথা ছিল তার। দুদিন আগে চ্যানেল বগুড়া নামে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমান রুমেল।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ