ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা, সেই কসাই গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২০ এপ্রিল ২০২৩, ০৮:২৯

কক্সবাজার সৈকতে অসুস্থ একটি ঘোড়া জবাই করে তা গরুর মাংস বলে বিক্রি করার অভিযোগে মাহবুবুল আলম ওরফে কসাই মাহাবুব (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৫।

বুধবার বিকেল পাঁচটার দিকে জেলার রামু উপজেলার বড় ঢেপা এলাকায় একটি কবরস্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাহবুবুল আলম উখিয়ার মরিচ্যা এলাকার মিয়া জানের ছেলে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর রাত ৩ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, ১৮ এপ্রিল পবিত্র শবে বরাতের দিন উখিয়ার মরিচ্যা বাজারে অসুস্থ একটি ঘোড়া জবাই করে তা গরুর মাংস বলে বিক্রি করেন মাহবুবুল আলম।

ঘোড়া জবাই করে গরুর মাংস বলে মরিচ্যা বাজারে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মাহবুবুল আলম। দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্রসৈকতে ঘোড়ার গাড়ি টানার কাজে ব্যবহার করা অসুস্থ ও বৃদ্ধ ঘোড়াগুলোকে জবাই করে গরুর মাংস বলে বিক্রি করতেন তিনি। গত কয়েক মাসে এভাবে ২০ থেকে ২৫টি ঘোড়া জবাই করে বিক্রি করেন।

মাহবুবুল আলমকে রাতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানান, ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি প্রকাশ্যে আসতেই মাহবুব গা ঢাকা দেন। গ্রেপ্তার এড়াতে তিনি রামুর দুর্গম এলাকার একটি কবরস্থানের মতো জায়গায় আত্মগোপনে থাকেন। প্রায় ২৪ ঘণ্টার অভিযানে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে বুধবার বিকেলে অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ ও স্থানীয় হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে জবাই করা ঘোড়ার মাথা, চামড়া ও মাংস জব্দ করেন। ওই সময় মাহবুব পালিয়ে যান। এরপর প্রতারণার অভিযোগে ১৮ এপ্রিল রাতে মাহাবুবুল আলমের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেন হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এম মনজুর আলম।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, অসুস্থ ঘোড়া এনে রাতের আঁধারে জবাই করে তা গরুর মাংস বলে বিক্রি করতেন মাহাবুব। এমনকি কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রি করারও গুঞ্জন রয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ