গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন কারখানায় ইফতার খেয়ে অসুস্থ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিক নিহতের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।
রোববার (১৬ এপ্রিল) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
তিনি জানান, রোববার ইফতারের সময় কালিয়াকৈরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় ইফতার খেয়ে কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৩ শ্রমিক মারা গেছেন।
এদিকে খাদ্যে বিষক্রিয়ায় শ্রমিক মৃত্যু প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। এতে ঢাকা আশুলিয়া টাঙ্গাইল সড়কে বারইপাড়া থেকে কালিয়াকৈর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ