সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগরে অভিযান চালিয়ে ৪টি হরিণের শিংসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌপুলিশের সদস্যরা।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর খাদ্যগুদামের পানির ড্রেনের বাইরের অংশ থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় সাইকেল মিস্ত্রী আনিছুর রহমান বলেন, আমি বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। হঠাৎ খাদ্যগুদামের পানির ড্রেনের বাহিরের অংশে একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয় নৌপুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশের এসআই তারেক বিশ্বাস ও এএসআই হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হরিনগর খাদ্যগুদামের পানি প্রবাহের বাইরের অংশের ড্রেনে অভিযানে নামেন।
নৌপুলিশের এসআই তারেক বিশ্বাস বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পরিত্যাক্ত অবস্থায় চারটি হরিণের শিং ও একটি একনলা দেশী তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিণের শিংগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ