ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

শিক্ষার্থীদের উদ্যোগে পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ

প্রকাশনার সময়: ১০ এপ্রিল ২০২৩, ১৯:৪৩

কুমিল্লা মর্ডাণ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রমজান মাস উপলক্ষে ইফতার বিতরণের অংশ হিসেবে সোমবার (১০ এপ্রিল) বিকেলে ধর্মসাগরের সামনে, আশপাশে, পিছনে এবং ধর্ম সাগরের ভিতরে গরিব রিকশাওয়ালা ও পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সহপাঠীদের সার্বিক ব্যবস্থাপনায় এই ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতার বিতরণকালে শিক্ষার্থী নুঝহাত তাসনিম বলেন, আমরা যদি সার্বিক সহযোগিতা পাই আগামীতে আরও বড় পরিসরে ইনশাল্লাহ ইফতার বিতরণ করতে পারব বলে আমাদের আশা। আগামীতে আমরা ইফতারের সঙ্গে ঈদের পোশাক দিতে চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আক্তার হোসেন, মোছাম্মদ রকেয়া, আফরোজা বেগম, পিংকি রয় চৌধুরী, ফয়সাল আহমেদ, আফরোজা রিপা আরও অনেকে উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ