ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মিরপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ

প্রকাশনার সময়: ২৬ আগস্ট ২০২১, ০৫:১৪

রাজধানীর মিরপুর ১১ নম্বরে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে প্রকট শব্দে বিস্ফোরণ হয়।

দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রওশনা আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় সাতজন দগ্ধ হয়। তাদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, দগ্ধদের চিকিৎসা চলছে। এ ঘটনায় দগ্ধ ৫ বছরের এক শিশুকে আইসিইউতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানানো সম্ভব হবে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ