ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

পাথর বোঝাই ট্রাকে মিললো ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস 

প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২৩, ১৯:১৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পাথর বোঝাই তিনটি ট্রাকে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় উন্নতমানের শাড়ি, থ্রি পিস ও কসমেটিকস্ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮ টার সময় স্থলবন্দরের প্রধান সড়কের পাশে একটি ও কলাবাগান এলাকা হতে আরো দুইটি ট্রাক হতে বিপুল পরিমাণ এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ মার্চ আমদানিকারক প্রতিষ্ঠান মের্সাস আরফান ট্রেডার্স ভারতীয় ট্রাকে ৪৬ মেট্রিক টন ও ২৭ মার্চ মেসার্স এম এ সায়েদ ট্রেডার্স ৪৭ মেট্রিক টন এবং মেসার্স নওরিন ট্রেড লিঙ্ক ৪৯ মেট্রিক টন পাথর আমদানি করে।

আমদানিকৃত পাথর বোঝাই ট্রাকে ভারতীয় মালামাল চোরাচালানের মাধ্যমে আনার খবর জানতে পেরে অভিযান চালায় ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি সদর বিজিবির টহল দল। এতে বুড়িমারী স্থলবন্দরের বাসস্ট্যান্ড থেকে চালকবিহীন পাথরের একটি ভারতীয় ট্রাক ও স্থলবন্দরের কলাবাগান এলাকায় আরো দুইটি মালিকবিহীন ট্রাক জব্দ করে বিজিবি। এ সময় পাথরবাহী ট্রাক গুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে আনা শাড়ি, থ্রি প্রিস, চশমা ও কসমেটিকস পায় বিজিবি। রাতই বুড়িমারী বিজিবি কোম্পানী সদরে ট্রাক তিনটি নিয়ে ও মালামাল উদ্ধা করা হয়। ওই রাতই বিজিবি ৬১ তিস্তা ব্যাটালিয়নে মালামাল গুলো নিয়ে যাওয়া হয়। পরদিন মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত ভারতীয় এসব মালামালের মূল্য প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা সিজার মূল্য নির্ধারণ করে রংপুর কাস্টমসে জমা দেওয়া হয়।

বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন- ২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুবুল আলম খান বলেন, গোপন খবরের ভিত্তিতে বুড়িমারী স্থলবন্দরে মালিকবিহীন ভারতীয় তিনটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। এতে বিপুল পরিমাণ অবৈধভাবে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে যার মূল্য প্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ