ঢাকার নবাবগঞ্জের ইছামতি নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ দেখতে ধাপারীবাজার, গোবিন্দপুর, বান্দুরাবাজার এলাকার পাড়গুলোতে হাজারও মানুষের ভিড় ছিল।
মঙ্গলবার আয়োজিত নৌকাবাইচে মুহুর্মুহু করতালি আর উল্লাসে ফেটে পড়েন সবাই। করোনাভাইরাসের লকডাউনের পর হঠাৎ করে নবাবগঞ্জে এমন উত্তেজনা ছড়িয়ে পড়ার কারণ ইছামতি নদীতে দাপিয়ে বেড়াচ্ছে ৫টি নৌকা, তারা অংশ নিচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায়।
নবাবগঞ্জবাসী তাদের বহু পুরাতন শেকড়ের সেই ছোঁয়া পেয়ে মেতে উঠেছে নারী-পুরুষ, শিশু-কিশোররা। নদীর দু'পারে বসেছে মেলা। বিভিন্ন এলাকা থেকে স্বজনরা এসেছেন নৌকাবাইচ দেখতে। স্থানীয়রা বাড়িতে পিঠাপুলি ও বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করেছেন।
নৌকাবাইচ আয়োজক কমিটির সভাপতি মাসুম মোল্লা বলেন, নৌকাবাইচ বাংলার লোকসংস্কৃতির অন্যতম উপাদান; এটি গ্রামবাংলার ঐতিহ্য। এসব ঐতিহ্য ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথমস্থান লাভ করে খাঁন বাড়ির নৌকা। আয়োজক কমিটি প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাকে টেলিভিশন উপহার দেয়।
নয়া শতাব্দী/এসইউ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ