ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

নড়াইলে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন মাশরাফি

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ১১:১০

নড়াইলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুঃস্থ রোগির মাঝে চেক বিতরণ করা হয়েছে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১৭ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার প্রমুখ।

অনুষ্ঠানে ৩৪ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক দেয়া হয়। চেকপ্রাপ্ত রোগীদের মধ্যে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোকেপ্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগী রয়েছেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ