নরসিংদীর রায়পুরার মেঘনা নদীর পাড় থেকে আনুমানিক (৪৫) বছরের রক্তাক্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে মির্জাচর নৌ-ফাঁড়ির পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের মেঘনা নদী পাড় থেকে রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে মির্জাচর নৌ-ফাঁড়ির পুলিশ। এখন পর্যন্ত মরদেহের কোনো পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মির্জাচর নৌপুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক মো. নাঈম রাত নয়টায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহের মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছি। রাত নয়টা নাগাদ রায়পুরা থানায় মরদেহ নিয়ে এসে হস্তান্তর করি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ