স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের মহাস্রোতে আছি আমরা। দেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল না থাকতো, আইনশৃঙ্খলা বাহিনী যদি সঠিক ভাবে কাজ কাজটি না করতো, তাহলে দেশের উন্নয়ন থমকে যেতো। এটি শুধু আমাদের কথা নয়, এটি সারা বিশ্বের কথা। আইনশৃঙ্খলা বাহিনী সঠিক ভাবে কাজ করছে বলেই দেশে সুন্দর আইনশৃঙ্খলা পরিস্থিতি উপহার দিতে পেরেছি।
উন্নয়নে নারীদের অংশীদারিত্ব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নারীদের পাশে রেখে আমরা কাজ করে চলেছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রোববার ( ১২ মার্চ) বিকালে জামালপুর শহরের বাইপাস রাস্তা সংলগ্ন পলাশগড়ে জামালপুর রিক্রিয়েশন ক্লাব উদ্বোধন উপলক্ষে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন ,দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হাসান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন, অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মহিউজ্জামান রোমেল, গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্রাচার্জ,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও রিক্রিয়েশন ক্লাবের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
এদিকে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হলো। স্থানীয়রা জানান,
এর মাধ্যমে জামালপুরবাসী সুস্থ বিনোদনের জন্য একটা সুন্দর পরিবেশ উপহার পেলো।জানা গেছে, জামালপুর রিক্রিয়েশন ক্লাবে থাকবে সকল প্রকার ইনডোর গেইমের ব্যবস্থা, জিমনেসিয়াম, লেক, সুইমিংপুল, ওয়াক ওয়ে, ক্যাফেটেরিয়া, আবাসিক হোটেল, কটেজ সহ প্রায় ৩৮ প্রকার বিনোদনের সুবিধা থাকবে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ