ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ২

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৩, ১০:৪০

রাজধানীর গুলশানের নিকেতনে এসি বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।

শনিবার (৪ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

দগ্ধরা হলেন, গোপাল মল্লিক (২৯) ও মিজানুর রহমান (২০)। গোপাল মল্লিকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, গুলশান-২ এর নিকেতন এলাকার ৬ নম্বর রোডের ২১ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, ‘দগ্ধ অবস্থায় দুইজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে গোপাল মল্লিকের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশংকাজনক। মিজানকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ