রাজশাজীর বাঘার পদ্মার চরাঞ্চলে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ত্রাণ বিতরণ করা হয়।
দলীয় নেতাকর্মীরা জানান, বাঘার পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়নে ১৮ হাজার জনগোষ্ঠির বসবাস। এর মধ্যে প্রায় ১৪ হাজার মানুষই এখন পানিবন্দি। ইতোমধ্যে অত্র এলাকার একাধিক মসজিদসহ পানির মধ্যে অবস্থান করছে ৯ টি প্রাথমিক বিদ্যালয় এবং ২ টি মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় সাড়ে তিন হাজার পরিবার।
এর মধ্যে গত শুক্রবার অত্র ইউনিয়নের এক থেকে তিন পর্যন্ত মোট তিনটি ওয়ার্ডে পাঁচশ পরিবারের মাঝে বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ বিতরণ করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরুজ্জামান। যা চাহিদার তুলনায় একেবারেয় অপ্রতুল ছিল। অনেকের মতে, চরাঞ্চলের মানুষ এখন ত্রাণের জন্য হাহাকার ।
সেই ধারাবাহিকতায় রবিবার (২২ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে চরাঞ্চলের অবশিষ্ট ৪ থেকে ৯ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের বানভাসিদের মাঝে ১ হাজার ৫’শ প্যাকেট ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো-চিড়া, মুড়ি, বিস্কিট, চিনি, লবন, ম্যাচ (লাইটার) ও মোমবাতি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, চরাঞ্চলের চকরাজাপুরি ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, চকরাজাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবলু দেওয়ান সহ সহযোগী সংগঠনের কর্মীবৃন্দ।
চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যানর আজিজুল আযম জানান, গত দুই সপ্তাহ ধরে নদীতে পানি বৃদ্ধির কারণে তাঁর এলাকার আতার পাড়া, লক্ষী নগর, দিয়ার কাদিরপুর, চৌমাদিয়া, কালিদাস খালি, চকরাজাপুর জোতশী, দাদপুর, পলাশী ফতেপুর, পলাশীরচর, করারী নওশারা, লক্ষী নগর এবং চকরাজাপুর এলাকার প্রায় ৯শ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত-শত কৃষক।
তাঁর মতে, এর আগেও বন্যা হয়েছে। তবে এবার পানিবন্দি হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক পরিবার।
গত শুক্রবার সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে যে ভাবে-চাল, ডাল, আটা, লবন, পিয়াজ, সয়াবিন ও চিনি পেয়েছেন এমনি ভাবে পর্যায়ক্রমে যতোদিন পানি না কমবে ততদিন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম বানভাসিদের পাশে থাকবে বলে জানান দলীয় নেতৃবৃন্দ।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ