ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবা খুন, মা গ্রেপ্তার কী হবে রিহান-জান্নাতের? 

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২১, ১৯:১৬

৭ বছর বয়সী শিশু রিহান ও ৪ বছর বয়সী জান্নাত। বাবা-মায়ের সাথে ভালোভাবেই বেড়ে উঠছিল তারা। পরকিয়ার জেরে সুখের সংসারটিতে অশান্তি শুরু নেমে আসে। দুবাই প্রবাসী বাবা সোহেল খুনের শিকার হয়ে না ফেরার দেশে, আর খুনের দায়ে মা রোকেয়া আক্তার শিউলীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার সকালে র‌্যাব অফিসে প্রেস ব্রিফিং শেষে গণমাধ্যমকর্মীরা যখন শিউলীর ছবি তুলছিল তখন মাকে কাছে পেতে জান্নাত চিৎকার করে কাঁদছিল। তখন র‌্যাবের এক সদস্য তাকে কোলে তুলে নেন। ফেনী মডেল থানায় হস্তান্তর করতে নিয়ে যাওয়ার জন্য যখন তাকে র‌্যাবের গাড়ীতে তোলা হয় তখন দুই ভাই-বোনের কান্না আরো বেড়ে যায়। যেন আকাশ-বাতাত ভারী হয়ে উঠেছে। একপর্যায়ে শিউলীর কোলে বসিয়েই থানায় নেয়া হয় তাকে।

বৃহস্পতিবার রাতে সোহেলকে খুনের পর ফেরারী সময়েও চট্টগ্রামের ফটিকছড়ি, চৌদ্দগ্রামের চাচার বাড়িতে মায়ের সাথে ছিল তারা। অকস্মাৎ মা-বাবাকে হারিয়ে দুই সন্তানের ভবিষ্যত কী হবে এনিয়ে দুশ্চিন্তায় স্বজনরা।

এদিকে পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, দুই শিশু রিহান ও জান্নাত কার কাছে থাকবেন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত; বৃহস্পতিবার রাতে ফেনী শহরের নাজির রোডের চৌধুরী সুলতানা ভবনের ৬ষ্ঠ তলার বাসায় সোহেলকে কুপিয়ে ও গলা কেটে খুন করা হয়। এ ঘটনায় তার মা নিরালা বেগম বাদি হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ