ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

রোহিঙ্গা শিবিরে যৌথ অভিযান, আরসার ২ সদস্য আটক

প্রকাশনার সময়: ০১ মার্চ ২০২৩, ১৪:৪২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব ও ৮ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে আটক করেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৯ এলাকার থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

আটককৃতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা মৃত সালেহ আহমদের ছেলে ফয়েজুল ইসলাম (৩৪) ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে ইব্রাহিম (৩০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার উখিয়া থানা ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৯ এলাকায় র‌্যাব ও ৮ এপিবিএন’র যৌথ অভিযান চালিয়ে আরসার সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়। তাদের দুজনকে উখিয়া থানায় তদন্তাধীন মামলায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থায় সোপর্দ করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ