ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০১

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিসহ মোট ১০ দফা দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পটুয়াখালী পৌর শহরের বনানী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। পরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকারের কুট্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে আবারও মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আমরা শহরের শৃঙ্খলা রক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ