আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র। আর কোটালীপাড়া-টুঙ্গিপাড়া হচ্ছে এর অন্যতম অঞ্চল।’
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এ অঞ্চলের গুটিকয়েক মানুষ বিশ্ব হিন্দু পরিষদের সভায় গিয়ে দেশবাসীর কাছ থেকে যে বদনাম কুড়িয়েছিল কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়ে সেই বদনাম ঘোচাতে হবে। প্রমাণ করতে হবে যে ওরা আমাদের কেউ না।’
তিনি বলেন, আমি কোটালীপাড়ায় আসলে এখানকার নেতাদের দেখে মনে হয় আমি আমার আপনজনদের মাঝে আছি। এখানকার মানুষ অত্যন্ত ভাগ্যবান। এখানের জনগণের ভোটেই জননেত্রী শেখ হাসিনা বারবার এমপি নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, আওয়ামী লীগের সাংগঠনিক এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য দেন।
এছাড়াও সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ